1. lokman.edu@gmail.com : Admin BD Sports News : Admin BD Sports News
  2. s.m.amanurrahman@gmail.com : BD Sports News : BD Sports News
টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন কোহলি - BD Sports News
শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২, ১২:০৬ পূর্বাহ্ন

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন কোহলি

বিডি স্পোর্টস নিউজ ডেস্ক
  • আপডেট: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৮০২ পঠিত
টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন কোহলি
টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। ফাইল ছবি।

দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের সিরিজ হারার একদিন পরই ভারতের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষনা দিলেন বিরাট কোহলি।

সাত বছর বড় চাপে  জানিয়ে টুইটারে কোহলি লিখেছেন.‘একটা সময় সব কিছুই শেষ আছে এবং আমার জন্য ভারতের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার এটাই সময়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিজ থেকে সংক্ষিপ্ত ভার্সনের অধিনায়কত্ব ছাড়েন কোহলি। তবে কোহলির ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়। ২০১৭ সালে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে তিন ফরম্যাটের অধিনায়ত্ব পান কোহলি।

কোহলি বলেন, ‘চলার পথে উত্থান-পতন আইে  কিন্তু কখনওই চেষ্টা  বা বিশ্বাসের অভাব হয়নি।’

তিনি আরও বলেন, ‘যাই করি না কেন সব সময় সব কিছুতেই আমি  নিজের ১২০ শতাংশ উজার  করে দেয়ায়  বিশ্বাস  রেখেছি এবং যদি সেটা না পারি তবে বুঝেছি এটা আমার জন্য সঠিক কাজ নয়। নিজের বিবেকের কাছে সব সময় পরিস্কার থেকেছি, দলের প্রতি অসৎ হতে পারব না।’

গতকাল কেপ টাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৭ উইকেটে হার মানে ভারত। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবহানে হেরে যায় টিম ইন্ডিয়া। দলের হারের পেছনে ব্যাটিংকে দায়ী করেছেন কোহলি।

ওয়ানডের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিবেন লোকেশ রাহুল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রাহুলের অধীনে খেলবেন কোহলি। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাসস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2022 BD Sports News
Theme Customized BY NewsFresh.Com